জঙ্গি মারজানের বোনের রিমান্ড শুনানির তারিখ পেছাল

জঙ্গি মারজানের বোন খাদিজা (ছবি: যশোর প্রতিনিধি)




রাজধানীতে হলি আর্টিজান হামলার অন্যতম হোতা নিহত মারজানের বোন খাদিজা আক্তারের রিমান্ড শুনানির তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে খাদিজা আইনজীবী নিয়োগের জন্য সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন এবং ২৩ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।



মারজানের বোন খাদিজা নব্য জেএমবির সদস্য বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ অক্টোবর যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড মসজিদপাড়ার একটি ফ্লাট থেকে পুলিশ তিন শিশু সন্তানসহ খাদিজাকে আটক করে। পরদিন পুলিশ খাদিজাকে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেনের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের রিমান্ড আবেদন করে। আদালত ১৯ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে খাদিজাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী পুলিশ আজ (১৯ অক্টোবর) খাদিজাকে যশোর সদর আমলি আদালতে হাজির করে।






আটকের দিনই খাদিজার দুই শিশু সন্তানকে নানা-নানির হেফাজতে দেয় পুলিশ। তবে দুই বছরের শিশু রাজু দুগ্ধপোষ্য হওয়ায় খাদিজার কাছেই তাকে রাখা হয়।
কোর্ট পরিদর্শক রোকসানা খাতুন জানান, কোর্টে হাজিরার সময় শিশু রাজু খাদিজার সঙ্গে ছিল।



আরও পড়তে পারেন: বান্দরবানের বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে