আশুলিয়া থেকে অপহৃত ব্যবসায়ী মংলায় উদ্ধার, অপহরণকারী আটক

 

অপহরণ

সাভারের আশুলিয়া থেকে অপহরণের ১৩ দিন পর আবুল বাসার (৪০) নামে এক ব্যবসায়ীকে মংলা থেকে উদ্ধার করা হয়েছে। ৯ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে র‌্যাব। র‌্যাব-৬ এর উপ পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,  এসময় অপহরণকারী চক্রের সদস্য আলম সর্দারকে আটক করে র‌্যাব।

ওই ব্যবসায়ী গত ৬ অক্টোবর আশুলিয়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠান লামিয়া ফ্যাশন হাউজ থেকে অপহৃত হন  জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অপহরণের পর থেকেই তাকে উদ্ধারে চেষ্টা চালচ্ছিলেন তারা। পরে মোবাইল ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে মংলা উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে ১৩ দিন পর তাকে উদ্ধার করা হয়। ৯ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়েছিল বলে তিনি জানান।

এদিকে আটক অপহরণকারী আলম সর্দারকে মংলা থানায় সোপর্দ করা হয়েছে।