সিনহা যেভাবে চেয়েছেন সেভাবেই পদত্যাগ করেছেন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এস কে সিনহা সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা নিয়ে কানাডা গেছেন। এতে প্রমাণ হয়, তিনি অসুস্থ। অথচ শুরু থেকেই তাকে সুস্থ দাবি করে বিএনপি মিথ্যাচার করে আসছিল। প্রধান বিচারপতি যেভাবে চেয়েছেন, সেভাবেই অবসরে গিয়েছেন। এখানে কারও কোনোকিছু বলার নেই।’
রবিবার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিচার বিভাগকে প্রথম কলুষিত করেছিলেন। তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে সেটাকে ব্যবহার না করেই বহু বিচারপতিকে অপসারণ করেছিলেন। বিএনপির বিচার ব্যবস্থাকে কলুষিত করার অতীত রাজনীতি দেখেছে জাতি। এই নোংরা রাজনীতি পরিহার করার অনুরোধ জানাচ্ছি।’

হানিফ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ বিচার ব্যবস্থার প্রতি সব সময় শ্রদ্ধাশীল এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে লোকসমাগমে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নিয়ম অনুযায়ী সমাবেশের জন্য বিএনপি অনুমতি চেয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দিয়েছে। বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এ নিয়েও অসুস্থ রাজনীতি করছে বিএনপি।’

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ সভাপতি হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী প্রমুখ।

আরও পড়ুন:

রাস্তায় নেই গণপরিবহন, প্রাইভেটকার আর রিকশায় জট