বেতন-ভাতা পরিশোধের দাবিতে চুয়াডাঙ্গার চার পৌরসভায় কর্মবিরতি

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছেকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জেলার চারটি পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

চুয়াডাঙ্গা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতি চলাকালে পৌরসভার সেবা প্রদান থেকে বিরত থাকছেন তারা।

তিনি আরও বলেন, পৌরসভায় রাত-দিন পরিশ্রম করার পরেও ১৫ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে তাদের। পরিবার-পরিজন নিয়ে অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীরা বিপাকে পড়েছেন। এ চিত্র শুধু দর্শনা পৌরসভার নয়, সারাদেশের ৩২৬টি পৌরসভার অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থা একই রকম। এসময় পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।