কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন বিওপি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে নির্মিত জয়পুর বিওপি উদ্বোধন করা হয়।

নতুন বিওপি উদ্বোধনউদ্বোধন শেষে এক মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদ, লে. কর্নেল রাশেদুল হক খান প্রমুখ।

উল্লেখ্য, জামালপুর এবং বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মধ্যবর্তী দূরত্বে টহল পরিচালনা এবং সীমান্ত চোরাচালান প্রতিরোধে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে উভয় বিওপি’র মধ্যবর্তী জয়পুরে একটি বিওপি নির্মাণের জন্য গত ২০১০ সালের ২ ফেব্রুয়ারি প্রস্তাব করা হয়। এরপর ২০১৫ সালে ২৭ এপ্রিল জমি অধিগ্রহণের পর একই বছরের ২ অক্টোবর বিওপিটির নির্মাণ কাজ শুরু হয়। পরে ২০১৭ সালে ২০ মার্চ নির্মাণ কাজ শেষ হয়।