সুন্দরবনে নিষেধাজ্ঞা না মেনে মাছ শিকার, ৯ জেলে আটক

সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব সুন্দরবনের মরা পশুরের নিষিদ্ধ খাল থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি নৌকা ও নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়।

আটক ৯ জেলেমংলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মংলার ইউএনও রবিউল ইসলাম দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্ত জেলেরা হচ্ছেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলার আহম্মদ আলী শেখ (৫৫), লাভলু শেখ (৩৮), কামরুল শেখ (৩০), মোকাচ্ছেদ আলী (৫০), শেখ জাহাঙ্গীর (৫৫), হাবিবুল্লা শেখ (২২), তাজুল ইসলাম শেখ (২৫) এবং মংলা উপজেলার সিরাজুল শেখ (২৫) ও বাগেরহাটের খানপুর ইউনিয়নের মোশারেফ শেখ (৫০)।

নৌ পুলিশের অফিসার ইনর্চাজ মো. আবুল হোসেন শরীফ জানান, সুন্দরবনের মরা পশুর অভায়ারণ্যে (নিষিদ্ধ খাল) মাছ ধরার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে তিনটি জাল ও নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়।