বিএনপির কোনও নির্বাচন কমিশনের প্রতিই আস্থা নেই: হানিফ

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহবুবউল আলম হানিফ

বিএনপির কোনও নির্বাচন কমিশনের প্রতিই আস্থা নেই দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘তাদের আস্থা হচ্ছে আজিজ সিইসি আর ষড়যন্ত্রের প্রতি। বাংলাদেশের জনগণ ওই ধরণের জালিয়াতি মার্কা নির্বাচন করার জন্য কোনও সিইসি দেখতে চায় না। বর্তমান সিইসির প্রতি জনগণের আস্থা আছে। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অ্যাডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এই নির্বাচন কশিমনের প্রতি যাদের আস্থা নেই, তাদের মূল আস্থার জায়গা হচ্ছে ষড়যন্ত্র। আর যাদের ষড়যন্ত্রের প্রতি আস্থা, তারা জনগণের প্রতিও আস্থা রাখতে পারবে না। জনগণের প্রতিনিধির ওপরও আস্থা রাখতে পারবে না। এ কারণে তাদের দায়িত্বশীল নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার কথা নয়।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রোভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান প্রমুখ। পরে মাহবুবউল আলম হানিফ বিদ্যালয়ের বার্ষিক ফলাফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।