সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ট্রাকচালক রাজিব হোসেন (৩০) আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে আমলী আদালত দামুড়হুদা অঞ্চলে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে রাজিব হোসেন। পরে আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত বছরের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গা-যশোর সড়কের জয়রামপুর মোড় নামক স্থানে ট্রাক ও একটি আলমসাধুর মুখোমুখি সংর্ঘষ হয়।দুর্ঘটনায় আলমসাধুতে থাকা ১৩ জন মাটিকাটা শ্রমিক নিহত হয়। নিহত ১৩ জন শ্রমিকের বাড়ি দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে। ঘটনার দিন সবাই কাজ খুঁজতে নিজ গ্রাম থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিল।দুর্ঘটনার দিন রাতেই দামুড়হুদা মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দীন বাদী হয়ে ঘাতক ট্রাকের চালক রাজীব ও হেলপার জুয়েলকে আসামি করে একটি মামলা করে।

তিনি আরও জানান, এ মামলার অপর আসামি জুয়েল রানা গত বছরের ২৯ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে। পরে প্রধান আসামি রাজীব সোমবার আত্মসমর্পণ করে।