নির্ধারিত সময়ের আগেই মাগুরায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত

মাগুরায় নির্ধরিত সময়ের আগেই অর্জিত হয়েছে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। সংগ্রহের শেষ সময় ২৯ ফেব্রুয়ারি হলেও রবিবার (২১ জানুয়ারি) অর্জিত হয় লক্ষ্যমাত্রা।

আমন সংগ্রহ (ফাইল ছবি)এবার জেলার তালিকাভুক্ত ১৮৭ মিলারের মধ্যে ৯ জন সুযোগ পেয়েছেন চাল সরবরাহের। বাকি ১৭৮ জন মিলার কালো তালিকাভুক্ত হওয়ায় তাদের চাল সরবারাহের অনুমতি দেওয়া হয়নি। গত বোরো মৌসুমে চাল সরবরাহ না করায় তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছিল।

জেলা খাদ্য অফিস সূত্র জানায়, জেলায় ৩ জানুয়ারি থেকে শুরু হয় আমন সংগ্রহের অভিযান। সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২০১ মেট্রিক টন চাল আর সংগ্রহ মূল্য ছিল প্রতি কেজি ৩৯ টাকা।

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের মিলার বাকিত হোসেন বলেন, ‘কালো তালিকাভুক্ত মিলারদের ব্যাপারে সরকারের কঠোর অবস্থানকে আমরা স্বাগত জানাই। গত বোরো মৌসুমে চালের সংগ্রহ মূল্য ছিল কম। এবার আমন মৌসুমে সংগ্রহ মূল্য কিছুটা বেশি। আমরা লোকসান মেনেই গত বোরো মৌসুমে সরকারকে চাল সরবরাহ করেছিলাম।’

মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম বলেন, ‘চলমান আমন সংগ্রহ অভিযানে জেলায় চালের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কালো তালিকাভুক্ত মিলারদের সরবরাহের অনুমতি দেওয়া হয়নি। যারা সরকারের দুঃসময়ে পাশে দাঁড়ায়নি তারা সরকারি কর্মসূচি থেকে মুনাফা লাভের সুযোগ চাইবে কেন?’