বেনাপোল সীমান্ত থেকে হুণ্ডির টাকাসহ আটক ১

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৬ লাখ টাকাসহ আশরাফুল ইসলাম (৪০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তিনি পুটখালী গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পুটখালী সীমান্তের ভান্ডারীর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় ।

বিজিবি জানায়, বিজিবির টহল দলের সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় পুটখালী গ্রামের ভান্ডারীর মোড় এলাকায় একজনের গতিবিধি দেখে সন্দেহ হয়। তখন ওই ব্যক্তিকে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি ৬ লাখ টাকা পাওয়া যায়। পরে আশরাফুলকে আটক করা হয়। 

২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন ৬ লাখ হুন্ডির টাকাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আশরাফুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: গাছের মগডালে আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার করলো দমকল কর্মীরা