গৃহবধূকে এসিড নিক্ষেপের দায়ে তিন জনের কারাদণ্ড

কারাদণ্ড

কুষ্টিয়ার খোকসায় কাকলী খাতুন নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের মামলায় একজনকে ১৪ বছর ও দুই জনকে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে একজনকে ৫০ হাজার ও বাকি দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার (২৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় দেন।

রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের হালিম শেখের ছেলে হাফিজ শেখ (৩০), একই উপজেলার শোমসপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৮) ও কোন্দলবিলা গ্রামের শাহজাহান এর ছেলে জুয়েল রানা (২৯)।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে শ্বশুর বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত কাকলীকে এসিড নিক্ষেপ করে, একই গ্রামের হাফিজ শেখ ও তার সহযোগীরা। এসিডে কাকলী খাতুনের মুখ ঝলসে যায়। এ ঘটনার পরের দিন কাকলীর বাবা জামিল শেখ বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

 আরও পড়ুন: সেন্টমার্টিনে পৌনে চার লাখ পিস ইয়াবাসহ আটক ১