বেনাপোল সীমান্তে বিজিবি’র গুলিতে চোরাকারবারি নিহত

বেনাপোল বন্দর থানাবেনাপোলে বিজিবি’র গুলিতে ইব্রাহীম মোড়ল (২৮) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহীমের বাড়ি বেনাপোল বন্দর থানার খড়িডাংগা গ্রামে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম একথা জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে তারা জানতে পারে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি -থ্রি পিসের একটি চালান নিয়ে সীমান্তের তেরঘর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল আগে থেকে সেখানে অবস্থান নেয়। চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করতে গেলে বিজিবি তাদের বাধা দিয়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বিজিবি আত্মরক্ষার্থে গুলি চালালে ইব্রাহীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।