ঝিনাইদহে জাতীয় পতাকা উত্তোলন না করায় জরিমানা

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানঝিনাইদহ শহরে জাতীয় পতাকা উত্তোলন না করায় ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৬ শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি নির্দেশনা মোতাবেক জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা টানানো হয়নি— এমন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের পায়রা চত্বর, সদর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান,  ভবিষ্যতে আর কেউ যেন এমন ভুল না করে তার জন্য সতর্ক করা হয়।