মন্ত্রীর বক্তব্য চলাকালে শর্টসার্কিট, পদদলিত হয়ে আহত ১৫

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে মন্ত্রীর বক্তব্য চলাকালে অনুষ্ঠানের পূর্বপাশে কালী মন্দিরের ভিতর বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কিত হয়ে জনসভাস্থল থেকে বের হতে গিয়ে পদদলিত হয়ে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাগেরহাটের শালতলা এলাকায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে।

বক্তব্য রাখছেন মন্ত্রীপ্রতক্ষ্যদর্শীরা জানান, মন্ত্রীর বক্তব্য চলাকালে মন্দিরের পেছনের দিকে বিকট শব্দের সৃষ্টি হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ ঘটনা ঘটে। এসময় সভাস্থলে উপস্থিত জনসাধারণ আতঙ্কিত হয়ে সভাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করলে পদদলিত হয়ে ১৫ জান আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রীর বক্তব্যের শেষ পর্যায়ে সভাস্থলের পেছনে শর্টসার্কিট থেকে বিকট শব্দের সৃষ্টি হয়। এতে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বের হতে যায়। এতে কয়েকজন আহত হয়েছেন।’