‘এমভি বিলাস উদ্ধারে লাগবে আরও ২৫ দিন’

 

শনিবার উদ্ধার করা কয়লামোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি বিলাস উদ্ধার করতে আরও ২৫ দিন সময় লাগবে। জাহাজটি উদ্ধারের দায়িত্ব পাওয় প্রতিষ্ঠান ‘হোসেন স্যালভেজ’র মালিক সোহরাব হোসেন এই তথ্য জানিয়েছেন।

সোহরাব হোসেন জানান, ডুবন্ত জাহাজ থেকে কয়লা তুলে নিতে ৬ ইঞ্চি মুখের পাইপ ব্যবহার করা হচ্ছে। যা দিয়ে পাম্প করে একটি বাল্কহেডে রাখা হচ্ছে কয়লা। এভাবে ডুবন্ত জাহাজ থেকে কয়লা তুলতে ৮-৯ দিন সময় লাগবে। আর পুরো জাহাজটি উদ্ধার করতে আরও ২৫ দিন লাগবে।

এদিকে ডুবুরিরা দ্বিতীয় দিনে ১শ’ মেট্রিক টন কয়লা উত্তোলন করতে পেরেছে। শনিবার (২১ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত দুই দফায় এই কয়লা উত্তোলন করা হয়। সোহরাব হোসেন সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, শনিবার বিকালের পর জোয়ার শুরু হলে উত্তোলনের কাজ বন্ধ রাখা হয়। এর আগে  শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে দেড় ঘণ্টায় আড়াই মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। ওই দিনও প্রবল স্রোতের কারণে উত্তোলন কাজ বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো থেকে আড়াই টন কয়লা উত্তোলন

গত রবিবার ভোরে মোংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়ায় ৭শ’ ৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিলাস নামে একটি কার্গো জাহাজ। এরপর ওই জাহাজটি উদ্ধারের দায়িত্ব পায় উদ্ধারকারী প্রতিষ্ঠান ‘হোসেন স্যালভেজ’।

হোসেন স্যালভেজের মালিক সোহরাব হোসেন বলেন, ‘শুক্রবার সকাল ৯টা থেকে আমরা ডুবন্ত জাহাজের  কয়লা তোলা শুরু করি।’