খুলনায় আ.লীগ-বিএনপির মেয়র প্রার্থীকে নির্বাচন কর্তকর্তার চিঠি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনখুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে পরস্পরবিরোধী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখা চেয়ে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীকে চিঠি দিয়েছেন রিটার্নিং অফিসার। রবিবার (২২ এপ্রিল) বিকালে এই চিঠি দেওয়া হয়েছে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পৃথকভাবে চিঠি দেওয়া হয়েছে। শনিবার এই দুই মেয়র প্রার্থী পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছিলেন। এর প্রেক্ষিতে দুই জনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিঠিতে লিখিত ব্যাখা সোমবার বিকাল ৪টার মধ্যে লিখিতভাবে জানানোর জন্য দুই জনকেই বলা হয়েছে।

রিটার্নিং অফিসার বলেন, ‘দুইটি অভিযোগের বিষয়বস্তু নির্বাচনি আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৫ এর সুস্পষ্ট লঙ্ঘন।’