নানিয়ারচরে উপ-নির্বাচন: শেষ দিনে চারটি মনোনয়নপত্র জমা

রাঙামাটিনানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে আগামী ২৫ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক রবিবার (২৪ জুন) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে চারটি মনোয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।

গত ৩ মে নিজ কর্যালয়ের সামনে দুবৃর্ত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শান্তিমান চাকমা। 

উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন প্রগতি চাকমা, কল্পনা চাকমা, প্রনতি চাকমা, রুপম দেওয়ান। এর মধ্যে প্রগতি চাকমা ও কল্পনা চাকমা ইউপিডিএফ সমর্থিত এবং প্রনতি চাকমা ও রুপম দেওয়ান জেএসএস (এমএনলারমা) সমর্থিত প্রার্থী বলে স্থানীয়ভাবে জানা গেছে। প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শূন্য পদে উপ-নির্বাচনের জন্য গত ১১ জুন রাঙামাটি জেলা নির্বাচন অফিসার ও নানিয়ারচর উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। আগামী ২৬ জুন মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, ৩ জুলাই রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের তারিখ রয়েছে।

উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, ‘নানিয়ারচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের চারটি মনোয়নপত্র পেয়েছি। নির্বাচন সুষ্ঠ করতে সব প্রস্তুতি আমাদের আছে।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আগে বাছাইয়ের ও প্রত্যাহারের কাজ শেষ করি পরে বিষয়টি জানাবো।’