কলেজ ক্যাম্পাসে তিন তরুণ ছুরিকাহত

ছুরিকাঘাত

যশোরে কলেজ ক্যাম্পাসে বুধবার দুপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিন তরুণ আহত হয়েছে। তাদের মধ্যে জোসেফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত কলেজছাত্ররা হলেন, শহরের কাজীপাড়া গোলামপট্টি এলাকার কামাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম,   হাসিব গাড়িখানা এলাকার দায়েব খানের ছেলে ইমতিয়াজ খান হাসিব ও কারবালা এলাকা দানিয়েল বল্লভের ছেলে জোসেফ মুক্তি বল্লভ।

হাসপাতালে চিকিৎসাধীন যশোর আল হেরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মনিরুল ইসলাম জানান,  দুপুরে তারা তিন বন্ধু আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিলেন। ওই সময় শহরের রেলগেট এলাকার নিলয় ও বাপ্পী ওরফে ঢ্যাবা বাপ্পী এবং পোস্টঅফিসপাড়া এলাকার ভোমর পূর্ব শত্রুতার জের ধরে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তৃপ্তিলতা সার্জারি চিকিৎসক মোহাম্মদ আলীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ ছেলেদের তলপেট,   পেট  ও  কোমরসহ বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। আহতদের মধ্যে জোসেফের অবস্থা আশঙ্কাজনক।’

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন,  ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।’