নায়িকার বাড়িতে উট দেখতে জনতার ভিড়

কোরবানির জন্য চিত্র নায়িকা সিমলার কেনা উটঝিনাইদহের শৈলকুপায় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলার বাড়িতে মরুভূমির জাহাজ বলে পরিচিত উট দেখতে ভিড় করছেন এলাকাবাসী। গত সপ্তাহে ঈদুল আজহা উপলক্ষে ১০ লাখ টাকা মূল্যের উটটি কোরবানির জন্য আনা হয়েছে।

উটটি শৈলকুপা পৌর এলাকার সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন সিমলার বাড়ির সামনে নির্মাণাধীন একটি ভবনে রাখা হয়েছে।

এরপর থেকেই সেটিকে একনজর দেখতে পাশের মানুষ সেখানে ভিড় করছেন।

কোরবানির জন্য চিত্র নায়িকা সিমলার কেনা উটচিত্র নায়িকা সিমলার ভাই আসাদুজ্জামান ভূট্টো জানান, এক বছর আগে উটটির জন্য ঢাকার দেওয়ানবাগ দরবারের মাধ্যমে দেড় লাখ টাকা বুকিং দেন সিমলা। পর্যায়ক্রমে এটির মূল্য ১০ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে। মূল্য পরিশোধের পর গত বৃহস্পতিবার উটটি তাদের বাড়িতে পৌঁছেছে। এবারের ঈদে এই উটটিকে কোরবানি করা হবে।

সিমলার ভাতিজা অরিন জানান,শিশুরা উটটিকে ঘিরে খেলায় মেতেছে। পাশাপাশি বৃদ্ধ, যুবক ও মহিলারাও কৌতুহল বশত: উটটিকে এক নজর দেখতে ও ছবি তুলতে তাদের বাড়ি প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন।