কোটচাঁদপুরে গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

উদ্ধারের পর লাশঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেলিম (৪২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। শনিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সেলিম উপজেলার কাশিপুর এলাকার নুর ইসলামের ছেলে।

ওসি বিপ্লব কুমার সাহা জানান, কোটচাঁদপুর উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখান উপস্থিত হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সে সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩শ’পিস ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।