কলেজ জাতীয়করণ, এমপির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

এমপির নেতৃৃত্বে আনন্দ র‌্যালিযশোরের ঝিকরগাছা উপজেলার শহীদ মশিয়ূর রহমান কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলামের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

এর আগে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে ছিলেন। এরই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবার সারাদেশে হাই স্কুল ও কলেজ সরকারিকরণ করে শহর ও মফস্বল শিক্ষার বৈষম্য দূর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নন্দিত উদ্যোগে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, সাবেক অধ্যক্ষ পাভেল চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ হাফিজুর রহমান, শিক্ষার্থী শাকিরুল আলম ও আরমান আলী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মনিরুল ইসলামকে সংবর্ধনা ও কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পাভেল চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।