বেনাপোলে ১ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ীযশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক হাজার ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। বুধবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাদক ব্যবসায়ীরা হলো– বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর আলী মণ্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) এবং সাতক্ষীরার কলারোয়া থানার শিবানন্দকাঠি গ্রামের এনায়েত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে বেনাপোলের শিকড়ী গ্রামের মাঠের মধ্য দিয়ে যশোরের দিকে যাবে। এর ভিত্তিতে বিজিবি সদস্য নায়েক তরিকুল ইসলাম ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে কয়েকজন কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। তবে দুজনকে আটক করা হয়। বস্তাগুলোর মধ্যে ১ হাজার ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।