বেনাপোলে ইয়াবা ও ফেনসিডিলসহ নারী আটক

গ্রেফতার

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিলসহ  মিতু খাতুন (২২) নামে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে। সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে পোর্ট থানার রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সে যশোরের অভয়নগর উপজেলার ভূইকাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। 

বিজিবি জানায়,  গোপন সূত্রে জানতে পারি এক নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে ট্রেনে করে নওয়াপাড়া যাবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার সাঈদ ফোর্স নিয়ে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিলসহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, মিতু খাতুন ৫০০ পিস ইয়াবা তার পায়ের সঙ্গে বেঁধে আর ১৪ পিস ফেনসিডিল তার ব্যাগে বহন করছিল। উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিলসহ মিতুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।