মোংলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

 

01মোংলায় চিকিৎসকের অবহেলায় হারুন তালুকদার (৬০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১২ নভেম্বর) বিকালে স্থানীয় সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। হারুনের বাড়ি উপজেলার চিলা ইউনিয়নের কেয়াবুনিয়ায়।

রোগীর স্বজনদের অভিযোগ, দুপুর সোয়া ২টার দিকে অসুস্থ হারুন তালুকদারকে নিয়ে হাসপাতালে আসলে কোনও ডাক্তার পাওয়া যায়নি। এসময় হাসপাতালে দায়িত্বরত নার্সদের জিজ্ঞেস করলে তারা ডাক্তারকে খুঁজে নিয়ে আসতে বলেন। নার্সদের কাছে ডাক্তারের নম্বর চেয়েও পাওয়া যায়নি। পরে ডাক্তারদের অনেক খোঁজাখুঁজির পর এক ঘণ্টারও বেশি সময় পর ডাক্তার এসে দেখেন হারুন তালুকদার মারা গেছেন। এনিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

রাফিউল নামে এক চিকিৎসক বলেন, ‘দুপুর শোয় ২টার দিকে আমি ডিউটিতে ছিলাম না, তবে হাসপাতালে ছিলাম। ওই সময় মশিউল আজম নামে ডাক্তার ছিল তাকে এ বিষয়ে জিজ্ঞাস করুন।’

পরে এই বিষয়ে ডা. মশিউল আজমের কাছে জানতে চাইলে তিনি দাবি করে বলেন, হাসপাতালে মাসিক মিটিং থাকায় আমি ঠিকমতো আসতে পারিনি। তবে হারুনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

মশিউল আরও বলেন, ‘সরকারি এ হাসপাতালে আমরা মাত্র দু’জন ডাক্তার। ইমার্জেন্সি ও বহির্বিভাগে ২৪ ঘণ্টাই আমাদের এই দু’জনকে দেখতে হয়।’

হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত ডাক্তারদের অবহেলার বিষয়ে জানতে চাইলে, বাগেরহাট সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ বলেন, আমি এ ঘটনায় তদন্ত অনুযায়ী বিভাগীয় ব্যাবস্থা নেবো।’