বেনাপোলের পুটখালী সীমান্তে ১২টি সোনার বারসহ একজন গ্রেফতার

benapole gold bar atok pictureবেনাপোলের পুটখালী গ্রামের পূর্বপাড়া থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় সীমান্ত থেকে অভিযুক্ত আব্দুর রহিমকে (২৪) আটক করা হয়। আটক আব্দুর রহিম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পূর্বপাড়ার মো. ইউসুফ আলীর ছেলে। 
বিজিবি জানিয়েছে,  গোপন খবরের ভিত্তিতে তারা সোনা পাচারের বিষয়ে জানতে পারে। পুটখালীতে মোতায়েন থাকা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।
পুটখালী গ্রামের পূর্বপাড়া সীমান্তে গোপন অবস্থানে থেকে ওই পাচারকারী সোনার বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে  আটক করা হয়। ক্যাম্পে নিয়ে শরীর তল্লাশি করে তার কাছ থেকে ১২টি সোনার বার পাওয়া যায়। এগুলোর বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রহিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।