খুলনার ৬টি আসনে নৌকা চান ৩৯ মনোনয়নপ্রত্যাশী

 

খুলনাখুলনার ৬টি সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান ৩৯ জন মনোনয়নপ্রত্যাশী। এজন্য তারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এর মধ্যে খুলনা-১ আসন থেকে ৬ জন, দুই আসন থেকে একজন, তিন আসনের ৬ জন, চার আসনের ৬ জন, পাঁচ আসনের ৬ জন ও খুলনা-৬ আসন থেকে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

খুলনা-১ (দকোপ-বটিয়াঘাটা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন— বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, অ্যাডভোকেট নিমাইচন্দ্র রায়, শ্রীমন্ত অধিকারী রাহুল, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা ও মো. হাদিউজ্জামান হাদী।

খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসন থেকে একমাত্র প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল।

খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী) আসন থেকে মনোনয়ন পেতে চান— বর্তমান সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, শেখ মো. ফারুক আহমেদ, মো. আশরাফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, ও আমিনুল ইসলাম মুন্না।

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসন থেকে নৌকা প্রতীক পেতে চান— সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, অ্যাডভোকেট সুজিত অধিকারী, মো. কামরুজ্জামান জামাল, এস এম জাহিদুর রহমান ও এস এম খালেদীন রশিদী সুকর্ণ।

খুলনা-৫ (ডুমুরিয়া ও ফুলতলা) আসনের মানোনয়নপ্রত্যাশীরা হলেন— বর্তমান সংসদ সদস্য মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, শেখ আকরাম হোসেন, ড. মাহাবুব উল ইসলাম, অজয় সরকার ও শেখ মো. হাসান আল মামুন।

খুলনা-৬ (কয়রা-পাইকপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশীরা হলেন— বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা, গাজী মোহাম্মদ আলী, আক্তারুজ্জামান বাবু, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, অধ্যাপক ডা. মো. শেখ শহীদ উল্লাহ, মো. রশীদুজ্জামান, শেখ মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মণ্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ মাওলা, আলমগীর হোসেন, জিএম কামরুল ইসলাম ও বাহারুল ইসলাম।

গত ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন।