কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক

ঝিনাইদহঝিনাইদহের কালীগঞ্জে ঘণ্টাব্যাপী মাদক বিরোধী অভিযানে তাসলিমা খাতুন (৩৭) নামের এক নারীকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) সকালে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকা থেকে তাকে আটক করেন। এসময় তাসলিমার স্বামী তৈয়েবুর রহমান পালিয়ে যায়। ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুল হক জানান, কালীগঞ্জের আড়পাড়া গ্রামের বাসিন্দা ও রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতা তৈয়েবুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শনিবার সকালে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা তার বাড়ি ঘিরে ফেলে। এসময় তৈয়েবুর পালিয়ে যায়। পরে ঘরে তল্লাসি চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় তৈয়েবুর ও তার স্ত্রীকে আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। মামলার এজাহারে তৈয়েবুরকে পলাতক দেখানো হয়েছে।