ঝিনাইদহ-৪ আসনে আ.লীগ-বিএনপি প্রার্থী একই গ্রামের

 

দুই প্রার্থীএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের ৪টি ইউনিয়ন) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আওয়ামী লীগ ও বিএনপির এই দুই প্রার্থীর বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামে। একই ওয়ার্ড থেকে দুই দলের প্রার্থী মনোনয়ন পাওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন ইমেজ সৃষ্টি হয়েছে।

একই ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী স্ব স্ব দলীয় মনোনয়ন পাওয়ায় এলাকাবাসী ও সাধারণ ভোটাদের মধ্যে চলছে আলোচনার ঝড়। এ আসন থেকে কে হবেন একাদশ সংসদ নির্বাচনের বিজয়ী এমপি তা নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা।

একই ওয়ার্ডের একই গ্রাম থেকে আওয়ামী ও বিএনপির দুই প্রার্থী মনোনয়ন পাওয়ার অনুভূতি প্রকাশ করেন বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, ‘একই এলাকা থেকে দুদলের দুই প্রার্থী মনোনয়ন পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এলাকার বড় ভাই। তাকে সম্মান করি। আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা শান্তিপূর্ণভাবে বড় ভাই ও ছোট ভাই মিলে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার বলেন, ‘আমরা দুজন একই মহল্লার বাসিন্দা। এটা আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। উভয়ের মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট যুদ্ধ হবে। কোনও বিশৃঙ্খলা হবে বলে আমি মনে করি না।’