বিজয় দিবসে কাজী নাবিলের শ্রদ্ধার্ঘ্য

বিজয় দিবসে কাজী নাবিলের শ্রদ্ধার্ঘ্যবিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সকালে বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সংসদ সদস্য ও যশোর- ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি মণিহার এলাকায় বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এসময় তার ভাই বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন।
বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে কাজী নাবিল আহমেদ রাজাকার ও স্বাধীনতাবিরোধী দুষ্টচক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে আবারও নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিজয় দিবসে কাজী নাবিলের শ্রদ্ধার্ঘ্যজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে বিজয়স্তম্ভে। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ পাঠ করা হয়।
এরপর শামস-উল-হুদা স্টেডিয়ামে সকাল ৯টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়া,যশোরে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চলচ্চিত্র প্রদর্শনীসহ দিনভর বিভিন্ন সংগঠনের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।