‘কিছু পাওয়ার জন্য নয়, জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি’

গণসংযোগে শেখ তন্ময় (ছবি– প্রতিনিধি)

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ‘কিছু পাওয়ার জন্য নয়, শুধু জনসেবার জন্যই রাজনীতিতে এসেছি। আপনারা চাইলে সারা জীবন আপনাদের সঙ্গে নিয়ে কাটিয়ে দিতে চাই।’

রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি একথা বলেন।

শেখ তন্ময় বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তারা ক্ষামতায় আসলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে; একইসঙ্গে দেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে।’

বিকালে শেখ তন্ময় ডেমা ইউনিয়নের বড়বাশবাড়িয়া, আব্দুর রসুলপুর, কাশিমপুর বাজার, কালিয়া, খেগড়াঘাট, হেদায়েতপুর, পিসিডেমা, নাগেরডেমা, কাড়াপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় শেখ তন্ময়ের সঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সরদার ফখরুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আজাদ ফিরোজ টিপু, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশান প্রমুখ উপন্থিত ছিলেন।