সরকার ইসলামের খেদমতে নানা কর্মসূচি নিয়েছে: শেখ তন্ময়

মতবিনিময় সভাবাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও  জাতির জনকের মতো একজন ধার্মিক মানুষ। প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল শুরু হয় তাহাজ্জুদ ও ফজরের নামাজ এবং পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা মানবতার সেবার যে নজির স্থাপন করেছেন তা ইতিহাসে বিরল।’

মঙ্গলবার বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আলেম ওলামাগদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তন্ময় বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার  ইসলামের খেদমতে নানা কর্মসূচি নিয়েছে। সম্প্রতি দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ  নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছে। কওমি সনদের স্বীকৃতি দেওয়া ছিল যুগান্তকারী পদক্ষেপগুলোর একটি।’

জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য  মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু,  আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলামসহ অনেকে।

বক্তারা আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।