মহেশপুরে পাঁচ ইটভাটা মালিককে ১৫ লাখ টাকা জরিমানা

ইটভাটাঝিনাইদহের মহেশপুরে পাঁচটি ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ভাটা নির্মাণ ও লাইসেন্স না থাকায় বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে এসব ভাটার মালিকদের এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত জানান, জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলার ন্যাপা, পাতিবিলা, মণ্ডবিলা ও কাজীরবেড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেসার্স বাহার ব্রিক্স, মাসুম ব্রিক্স, সোহাগ ব্রিক্স, রুমা ব্রিক্স ও ভাই ভাই ব্রিক্স এর মালিককে তিন লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ- তারা জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ও লাইসেন্স না নিয়ে এই ইটভাটা নির্মাণ করেছেন। এছাড়া অবৈধভাবে কাঠ পোড়ানোরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ভবিষ্যতে নিয়ম নীতি মেনে ভাটা চালানোর জন্য মালিকদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।