বাগেরহাটে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ





বাগেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদবাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সোমবার (১১ ফেব্রুয়ারি) এ অভিযান চালানো হয়।


সড়ক ও জনপথ বিভাগ খুলনা অঞ্চলের স্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ বলেন, ‘সারাদেশের ন্যায় বাগেরহাটের এই মহাসড়কটিতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে।’
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘সড়কটির দুই পাশে কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকায় সীমানা চিহিৃত করে মাইকিং করেছিলাম। সোমবার মহাসড়কের ১৯ কিলোমিটার মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়িয়া বাসস্ট্যাণ্ড পর্যন্ত সড়কের পাশে রাখা বিভিন্ন নির্মাণ সামগ্রী অপসারণ ও শতাধিক অবৈধ পাকা, আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।’
উচ্ছেদ অভিযানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল হকসহ ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ সদস্যরা ছিলেন।