সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আটক

গ্রেফতার যুবলীগ নেতাসাতক্ষীরায় বিজিবি'র (বাংলাদেশ বর্ডার গার্ড) অভিযানে একটি পাইপগান, ৯ রাউন্ড গুলি ও ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ তলুইগাছা সীমান্তের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক যুবলীগ নেতা মাসুদ রানা (৪২) ওই গ্রামের নিজাম সরদারের ছেলে। সে বাঁশদহা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানার বাড়িতে অভিযান চালায় বিজিবি। তার বাড়ির ছাদ থেকে একটি পাইপগান, নয় রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।