নির্বাচন কর্মকর্তার নম্বর ক্লোন করে মেয়র প্রার্থীর কাছে চাঁদা দাবি

ঝিনাইদহঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসানের মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে।  শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে ওই নম্বর থেকে ফোন করে কালীগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর কাছে চাঁদা দাবি করা হয়।

কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি ক্লোন করে মেয়র প্রার্থী মোবাইল প্রতীকের মোস্তাফিজুর রহমান বিজুর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ঘটনাটি প্রার্থীর মাধ্যমে জানার পর তিনি কালীগঞ্জ থানা পুলিশকে জানিয়েছেন।

মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু বলেন, ‘শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন অফিসারের মোবাইল নম্বর থেকে আমার কাছে ফোন  আসে। বলা হয় ২৮ ফেব্রুয়ারি পৌরসভার উপ-নির্বাচনে তিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকবেন। আমাকে সহযোগিতার প্রস্তাব দিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করা হয়। এরপর আমি নির্বাচন অফিসারকে ফোন দেই। কিন্তু, কণ্ঠ শুনে আমার সন্দেহ হয়। তখন নির্বাচন অফিসারকে বিষয়টি অবহিত করি।’