রামপালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

খুলনাখুলনা-মোংলা মহাসড়কের রামপালে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হন ৩৪ জন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মো. জাভেদ মীরের (৩৫) বাড়ি খুলনা মহানগরীর ডালমিল মোড় এলাকায়।

নিহতের বড় ভাই মো. লিটন মীর জানান, জাভেদ শুক্রবার সন্ধ্যায় মোংলা থেকে ট্রাকে সিমেন্ট নিয়ে খুলনায় আসছিল। পথে রামপালে ঝড়ের মধ্যে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তার পা ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত খুলনায় নিয়ে আসে। সেখানে একটি বেসরকারি ক্লিনিক কিওর হোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় বাস ও ট্রাক সংঘর্ষ হয়। আকস্মিক ঝড়ে একটি বড় গাছের ডাল ভেঙে পড়েছিল। খুলনার রূপসা থেকে ছেড়ে আসা মোংলাগামী যাত্রীবাহী একটি বাস ডালটি অতিক্রম করার চেষ্টা করে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ অবস্থায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসচালক মো. রফিক ও ট্রাকচালক জাভেদসহ ৩৫ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।