যশোরে দুইশ' গ্রাম সোনাসহ দুইজন আটক

যশোরযশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে দুইশ গ্রাম ওজনের সাতটি সোনার টুকরোসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার বিকালে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- আবুল খায়ের (৫০) ও মনিরুজ্জামান (৪৮)। তারা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দারকি ও বাঘাডাংগা গ্রামের বাসিন্দা।

কায়বা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বাবুল ইসলাম জানাযন, তাদের কাছে গোপন সংবাদ আসে দুজন সোনা পাচারকারী সোনার একটি চালান নিয়ে কায়বা গ্রামের ব্রিজের ওপর দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কায়বা ক্যাম্পের কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে খায়ের ও মনিরুজ্জামানকে সাত টুকরো সোনাসহ আটক করে। আটক সোনার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সোনাসহ আটকদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।