চরশালিখায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

নড়াইলনড়াইল সদর উপজেলার চরশালিখা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে, শনিবার চরশালিখা গ্রামের রেজাউল ও রমজান আলী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রুপ দুটি পাল্টাপাল্টি হামলা চালায়। এ হামলায় রমজান হোসেন, জাকির হোসেন, মিনার, আনোয়ার হোসেন, মশিয়ার রহমান, সোহেল, কায়েস, হাফিজার, রিপন, রফিসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রমজান ও জাকিরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।