নুসরাত হত্যার প্রতিবাদের মধ্য দিয়ে যশোরে বর্ষবরণ

যশোরে মঙ্গল শোভাযাত্রানুসরাত হত্যার প্রতিবাদের মধ্য দিয়ে যশোরে বর্ষবরণ করে নেওয়া হলো। বঙ্গাব্দ ১৪২৬ বরণ উপলক্ষে শহরজুড়ে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার।

মঙ্গল শোভাযাত্রা ও সুরের মূর্চ্ছনায় নতুন বছরের প্রথম সকালে উৎসব সাজে সজ্জিত নারী, শিশুসহ নানা বয়সের মানুষের পদভারে মুখর হয়ে ওঠে যশোর শহর। রবিবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ৩১ মিনিটে পৌর উদ্যানে উদীচী যশোরের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ভৈরবী সুরে সেই চিরায়ত, এসো হে বৈশাখ সংগীতে স্বাগত জানানো হয় নববর্ষের প্রথম সকালকে। একইসঙ্গে আশা করা হচ্ছে নতুন বছরে যেন এ ধরনের ঘটনা না ঘটে। উদীচীর অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, নুসরাত হত্যার প্রতিবাদ।

যশোরে মঙ্গল শোভাযাত্রাসকাল সাড়ে ৮টায় কালেক্টরেট চত্বর থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। চারুপীঠ আর্ট ইনস্টিটিউটসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নয়নাভিরাম বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান প্রমুখ।

যশোরে মঙ্গল শোভাযাত্রাশোভাযাত্রা শেষে সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ দফতরে মিষ্টিমুখের আয়োজন করে। জেলা প্রশাসকের বাসভবনে অনুষ্ঠিত হয় পান্তা উৎসব।

এছাড়া ২০টি সাংস্কৃতিক সংগঠন শহরের বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সারা শহর নতুন বছরকে বরণ করে নেয়ার সুর মূর্চ্ছনায় মোহিত।

যশোরে মঙ্গল শোভাযাত্রা

উৎসবে অংশ নেওয়া মানুষ মনে করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ উৎসব ভূমিকা রাখছে।