যশোরে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

ফল ঘোষণা করছেন পরীক্ষা নিয়ন্ত্রক (ছবি– প্রতিনিধি)

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এবার পাসের হার ৭৫ দশমিক ৬৫; যা গতবারের চেয়ে ১৫ দশমিক ১৫ শতাংশ বেশি। এ ছাড়া, এবার জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা প্রায় তিন হাজার বেড়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে এসব তথ্য জানান যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

মাধব চন্দ্র রুদ্র জানান, এবার ৫৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একলাখ ২৬ হাজার ২২৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৪৯৫ জন। গতবছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল একলাখ ৯ হাজার ৬৯২ জন; পাস করেছিল ৬৬ হাজার ২৫৮ জন। গতবার পাসের হার ছিল ৬০ দশমিক ৪০ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ছিল ২০৮৯ জন; যা এবার বেড়ে হয়েছে ৫ হাজার ৩১২ জন। এবার ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে বলেও জানান তিনি।