নদী দূষণ রোধে খুলনায় ১ সেপ্টেম্বর থেকে অভিযান

রূপসা নদী, ফাইল ছবিনদী দূষণ রোধ ও রক্ষায় ১ সেপ্টম্বর থেকে খুলনায় অভিযান চালানো হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সোমবার (১৯ আগস্ট) একথা জানিয়েছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার নদী দূষণ রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। খুলনার কল-কারখানা মালিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নদীই বাংলাদেশের প্রাণ। বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে এবং পরিবেশ সুন্দর রাখতে হলে নদীগুলোর দূষণ বন্ধ করতে হবে। শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বাস্তবায়নের জন্য পরিবেশ সুরক্ষায় নদী দূষণ ও দখল রোধ করতে জনসচেতনতা বাড়াতে হবে। নদী দূষণ রোধে শিল্প, কল-কারখানার মালিক, কর্মকর্তা ও শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, শ্রম অধিদফতরের পরিচালক মিজানুর রহমান, সরকারি দফতরের কর্মকর্তা ও কল-কারখানার মালিক, প্রতিনিধিরা।