কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়াকুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজছাত্র মারা গেছে। তার নাম তারেক আহমেদ (২২)। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা বেগম এই খবর নিশ্চিত করেন।

তারেক দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের বিএ (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

সিভিল সার্জন রওশন আরা বেগম বলেন, ‘শুক্রবার (২০ সেপ্টেম্বর) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারেক।  তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুথি (১১) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। যুথি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে।  ১০ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিনা খাতুন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী।