দুদুর বিরুদ্ধে খুলনার আদালতেও অভিযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদুপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার কথা উল্লেখ করে খুলনার আদালতে বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদুর নামে সোমবার (২৩ সেপ্টেম্বর) অভিযোগ দায়ের করা হয়েছে। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট সুজিত অধিকারী বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন।

আ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, বেলা ১১টার দিকে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলামের আদালতে এ অভিযোগটি দায়ের করা হয়। আদালত অভিযোগের শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

বাদী মামলার অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৭ সেপ্টেম্বর ডিবিসি নিউজ এর ‘ছাত্রদল থেকে কাউন্সিল, বিএনপির ভাবনা কি’ শীর্ষক টকশোতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দেন। তিনি ওই অনুষ্ঠানে এক পর্যায়ে বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেই ভাবে বিদায় হবে। তিনি আরও বলেন, ২১ আগস্ট তারেক জিয়া আসামি হলে পিলখানা হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা আসামি হবেন। তার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল এবং সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। তাকে হত্যার ঘটনা বিশ্ববাসী জানেন। আসামি একটি নির্বাচিত সরকারের প্রধানকে এমন ঘটনার উল্লেখ করে কথা বলায় তা বাদী, স্বাক্ষীসহ দেশের স্বাধীনতার পক্ষের সব নাগরিককে আহত করেছে।