৮টি সোনার বারসহ আটক ১

সোনার বারসহ আটক পাচারকারী

বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় বেনাপোলের দিকে আসা একটি মাহেন্দ্রতে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম জামিল (৩৫)। সে যশোরের আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর ছিল এক সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের জন্য যশোর থেকে একটি মাহেন্দ্রতে করে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে। মাহেন্দ্রটি আমড়াখালী বিজিবি চেকপোস্টের দিকে আসলে হাবিলদার সফিকুল ইসলাম ফোর্স নিয়ে তল্লাশি চালিয়ে রবিউল ইসলামকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের বেল্টের মধ্যে লুকানো ৮টি সোনার বার উদ্ধার করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।