মিয়ানমার সফরে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে: সেনাপ্রধান

যশোর সেনানিবাসে সেনাবাহিনীর পাঁচ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (ছবি– প্রতিনিধি)

শিগগিরই মিয়ানমার সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, ‘এ সফরে মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। এ ছাড়া, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।’

বুধবার (১৩ নভেম্বর) সকালে যশোর সেনানিবাসে সেনাবাহিনীর পাঁচ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল আজিজ আহমেদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। সে অনুযায়ী সেনাবাহিনীও সব দেশের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। এজন্য প্রশিক্ষণসহ নানা ধরনের চুক্তি হয় এবং তা দেশের চাহিদার ভিত্তিতেই হয়ে থাকে।’

সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের শুরুতেই যশোর সেনানিবাসের সিগন্যাল কোরের প্যারেড গ্রাউন্ডে সেনাসদস্যদের সালাম গ্রহণ করেন সেনাপ্রধান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দেশসেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্টাল কালার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ১ সিগন্যাল ব্যাটালিয়ন আজ কালার প্যারেডে অংশগ্রহণ করে। তারা প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যেকোনও ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবের। অনুষ্ঠানে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান ও সেনাবাহিনীর সাবেক প্রধান কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।