বাগেরহাটে শ্রমিকদলের জেলা সভাপতিসহ ২ নেতা গ্রেফতার

গ্রেফতার

বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই নেতা হলেন, বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি ও বিএনপির সহ-সভাপতি সরদার লিয়াকত আলী (৫৫) ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬)।

পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম জানান, শহরের পরিবেশকে অশান্ত করতে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাত পৌনে বারোটার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় একটি গোপন বৈঠক করছে এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করে। এসময় অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।