শুধু প্রত্যাহার নয়, শাস্তি দিতে হবে

প্রতিবাদ সভাবাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় দর্শনা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে এ প্রতিবাদ সভা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেদী হাসান তুহিন। আরো বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, মনিরুজ্জামান সুমন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আরিফকে নির্যাতনকারী ডিসি সুলতানা পারভীনসহ সংশ্লিষ্ট দোষী সবাইকে কর্মস্থল থেকে শুধু প্রত্যাহার করলেই হবে না বরং সাংবাদিকদের সঙ্গে যেন এ ধরনের  ঘটনা ঘটানোর কেউ দুঃসাহস না দেখায় তাই আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। এই সময় সারাদেশের সাংবাদিকদের এক হওয়ার আহ্বানও জানান তারা।