করোনা শনাক্তের মেশিন খুলনায়, পরীক্ষা আগামী সপ্তাহ থেকে

খুলনা মেডিক্যাল কলেজকরোনা ভাইরাস শনাক্তে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পিসিআর মেশিন আনা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে এই মেশিন খুলনায় পৌঁছায়। এটি স্থাপনের জন্য কক্ষ নির্ধারণ করা হয়েছে খুলনা মেডিক্যাল কলেজের তিন তলায়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিসিআর মেশিনটি স্থাপনসহ আনুসাঙ্গিক কাজ শেষ হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। এ কাজ শেষ করে আগামী সপ্তাহে এটিতে করোনা পরীক্ষা শুরু করা সম্ভব হতে পারে। খুলনা বিভাগের সব স্যাম্পল এখানেই পরীক্ষা করা হবে। এক সপ্তাহের মধ্যে জরুরি কোনও স্যাম্পল হলে তা ঢাকা থেকে পরীক্ষা করে আনা হবে।