সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গে তিন জনের মৃত্যু

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকরোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে এবং রবিবার (৫ জুলাই) সকালে মারা যান তারা। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

মৃত তিন জন হলেন—দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নোয়াপাড়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫০), শহরের পলাশপোল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে রাহাতুল্লাহ (৯৫) এবং কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমেনা খাতুন (৪০)।

ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোহিনুর বেগমকে গত শনিবার দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। রাত ১০টার একই উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন রাহাতুল্লাহ। রাত ১১টার দিকে মারা যান তিনি। আর আমেনা খাতুনও একই উপসর্গ নিয়ে সকালে ভর্তি হওয়ার আগেই মারা যান।

মেডিক্যালের তত্ত্বা বধায়ক আরও জানান, তিন জনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফন করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। টাঙানো হয়েছে লাল পতাকা।

এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।