কুষ্টিয়া সীমান্তে মদ-ফেনসিডিল-পাতার বিড়ি উদ্ধার

উদ্ধার মাদকদ্রব্যকুষ্টিয়া সীমান্তে দুই দিনের অভিযানে টেস্টি মদ, ফেনসিডিল ও পাতার বিড়ি উদ্ধার করেছেন ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন রামকৃষ্ণপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. আব্বাস হাওলাদারের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মোহম্মদপুর নদীর পাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৫ বোতল জেডি মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

উদ্ধার মাদকদ্রব্যএকই দিন দৌলতপুর উপজেলাধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন জয়পুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মহিষকুন্ডি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

এছাড়া বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একই উপজেলাধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন মহিষকুন্ডি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সুবোধ কুমার পালের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ভাগজোত তালতলা নদীর চর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬৫ বোতল বেস্ট টেস্টি মদ উদ্ধার করে বিজিবি।

উদ্ধার মাদকদ্রব্যএকই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন চিলমারী বিওপির টহল কমান্ডার নায়েক মো. এনামুল হকের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে চল্লিশপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২শ’ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেন বিজিবি সদস্যরা।